রাজধানীর মিরপুর এলাকা থেকে স্থানান্তরিত হয়ে গুলশান এলাকার ভোটার হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
এ বছরের ফেব্রুয়ারিতে তিনি আবেদন করলে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এটি অনুমোদন করেন।
গতকাল নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এনআইডি ডাটাবেজ অনুযায়ী, এতদিন তিনি মিরপুরের গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সের ঠিকানায় ভোটার ছিলেন। নতুন করে তার ভোটার ঠিকানা পরিবর্তন করে গুলশান-২, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড, ঢাকা-১৭ আসনে স্থানান্তরিত করা হয়েছে।
প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস চলতি বছরের ২ ফেব্রুয়ারি এনআইডি কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে ঠিকানা পরিবর্তনের আবেদন করেন। এরপর ১৭ ফেব্রুয়ারি এনআইডির মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর আবেদনটি অনুমোদন করেন এবং ১৮ ফেব্রুয়ারি ভোটার এলাকা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হয়।