প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৫, ১১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৫, ১০:৫৪ পি.এম
নীলফামারীতে ১৫কিশোরী ফুটবলারকে সাইকেলসহ ক্রীড়া সামগ্রী উপহার দিলো জেলা পরিষদ

নীলফামারী নারী ফুটবল একাডেমির কোচসহ ১৫ কিশোরী ফুটবলারকে বাই-সাইকেল, ক্রীড়া সামগ্রী উপহার দেয়া হয়েছে জেলা পরিষদের উদ্যোগে। বৃহস্পতিবার বিকেলে (৯অক্টোবর) জেলা পরিষদ প্রাঙ্গণে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় কিশোরী ফুটবলারদের হাতে এসব তুলে দেন।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে শীতকালীন কেডস, জার্সি ও ট্র্যাকসুট।
এছাড়াও দূর থেকে নীলফামারী মাঠে অনুশীলন করতে আসা তিন কিশোরী ফুটবলারকে বাই-সাইকেল দেয়া হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় বলেন, নারীর ক্ষমতায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে জেলা পরিষদের মান্যবর প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এই উদ্যোগ গ্রহণ করেন।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.