
বিগত ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত নিরপেক্ষ জাতীয় পত্রিকা ‘দৈনিক বার্তা’র ঢাকা অফিস এবং অনলাইন ও মাল্টিমিডিয়া বিভাগ পরিদর্শন করেছেন পত্রিকাটির অছি বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। গতকাল বুধবার সন্ধ্যর পর তিনি রাজধানীর সেগুনবাগিচায় দৈনিক বার্তার অনলাইন ও মাল্টিমিডিয়া অফিসে পৌঁছলে পত্রিকাটির সম্পাদক মাহমুদ আনোয়ার হোসেন তাকে স্বাগত জানান। এই সময় উপস্থিত ছিলেন নির্বাহী সম্পাদক মুস্তাফিজুর রহমান, সহকারী সম্পাদক সিদ্দিকুর রহমান হাওলাদার, সিনিয়র রিপোর্টার নূরুজ্জামান চৌধুরী পাভেল, জেনারেল ম্যানেজার মনিরুজ্জামান রকিসহ অনলাইন ও মাল্টিমিডিয়ার কর্মকর্তা-কর্মচারীগণ।
অফিস পরিদর্শনকালে অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা অনলাইন ও মাল্টিমিডিয়ার কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। এই সময় তিনি পত্রিকাটির উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পত্রিকাটির শুভাকাঙ্খী কেন্দ্রীয় তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গির আলম, জিসিওডব্লিউএবির উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব সৈয়দ ইকবাল হোসেন ও সংসগঠনটির নির্বাহী পরিষদের সিনিয়র সহসভাপতি ও মিজান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মিজানুর রহমান (মিন্নু), বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ ওমর ফারুক প্রমুখ।
এদিকে দৈনিক বার্তার অনলাইন ও মাল্টিমিডিয়া অফিস পরিদর্শনকালে পত্রিকাটির অছি বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সফরসঙ্গী ছিলেন তার ছেলে আতিক শাহরিয়ার, রাজশাহী মহানগর বিএনপির সদস্য মোঃ গোলাম মোহায়মেন বিপুল এবং বোয়ালিয়া থানা পশ্চিমের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ শাহারিয়ার খন্দকার নয়ন।
প্রসঙ্গত গত ২৭ সেপ্টেম্বর শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ভিআইপি লাউঞ্জে (মানিক মিয়া হল) এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘দৈনিক বার্তা’র অনলাইন ও মাল্টিমিডিয়ার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
নিজস্ব প্রতিবেদক.ঢাকা 


















