সারাদেশের বিভিন্ন জেলা উপজেলায় "আমি কন্যা শিশু, স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিবেদকদের পাঠানো খবর-
মান্দা- নওগাঁর মান্দায় "আমি কন্যাশিশু,স্বপ্ন গড়ি,সাহসে লড়ি,দেশের কল্যাণে কাজ করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এবং গণ উন্নয়ন কেন্দ্র মান্দা শাখার সহযোগীতায় মান্দা উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ পালিত হয়েছে।
আজ বুধবার (৮ অক্টোবর) সকাল ১০ টায় কন্যাশিশু দিবস উপলক্ষে এক র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মান্দা উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।
আলোচনা সভায় তিনি বলেন, কন্যা শিশু সমাজের বোঝা নয়, কন্যাশিশু অবহেলার পাত্র নয় । পুরুষদের পাশাপাশি মেয়েরাও অনেক কাজ করে। কন্যা শিশুকে অল্প বয়সে বিবাহ দিয়ে তার জীবনকে ধ্বংস করবেন না। বাল্যবিবাহ বন্ধ করি কন্যা শিশুকে স্বাস্থ্য সুরক্ষা দিই।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন,মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল, তথ্য আপা সিরাজুম মুনিরা, গণ উন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট অফিসার হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক সাদ্দাম হোসেন প্রমুখ।
তানোর (রাজশাহী) প্রতিবেদক : রাজশাহীর তানোর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির প্রতিপাদ্য ছিল ‘আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের জন্য কাজ করি।’
বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনিক কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে শেষ হয়। পরে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. র্বানাবাস হাসদাক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, পরিসংখ্যান কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী, মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী জাকির হোসেন, সহকারি প্রোগ্রামার জাহাঙ্গীর আলম, তানোর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
শোভাযাত্রা ও আলোচনায় স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন।
নীলফামারী প্রতিবেদক: ‘আমি কন্যাশিশু-স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ প্রতিপাদ্যে নীলফামারীতে জাতীয় কন্যা শিশু দিবস ও তারুণ্যের উৎসব ঘিরে আলোচনা সভা পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে (৮অক্টোবর) জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয় দিবসটি উপলক্ষে পৃথক পৃথক কর্মসুচির আয়োজন করে।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আনিসুর রহমানের সভাপতিত্বে সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার আতাউর রহমান শেখ, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জেলা শাখার সাধারণ সম্পাদক নাসরিন আকতার, ছাত্র প্রতিনিধি বৈশাখী, জুলাই যোদ্ধা জারিন তাসনিম মিম্মা, নাসিব সভাপতি আব্দুল মোমিন ও কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থী মোরছালিন ইসলাম বক্তব্য দেন সভায়।