প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ৮:১১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৫, ১১:২৪ পি.এম
ডেঙ্গু কেড়ে নিল জবি শিক্ষার্থী সানজিদার প্রাণ

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী সানজিদা ইসলাম। সানজিদা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৪তম ব্যাচের (২০১৮–১৯ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন।
বুধবার (৮ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, তিনদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নেন, পরে তাকে ঢামেকে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে নেওয়ার ২০–২৫ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়।
তার স্বামী তাজ জানান, “দীর্ঘদিন ধরেই সানজিদার রক্তে ইনফেকশন ছিল। গত কয়েকদিন ধরে জ্বর ওঠানামা করছিল। গত দুদিনে আমরা ৩–৪টা হাসপাতাল ঘুরেছি। ঢামেকে আইসিইউতে নেওয়ার পরই রিপোর্টে ডেঙ্গু পজিটিভ আসে। এর কিছুক্ষণের মধ্যেই সানজিদা চলে যায়।”
পারিবারিক সূত্রে জানা গেছে, সানজিদার শেষ ইচ্ছা অনুযায়ী মেহেরপুরে তার স্বামীর বাড়িতে দাফন করা হবে।
তার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর শোক প্রকাশ করেছে। প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বিশ্ববিদ্যালয় প্রশাসন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।”
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.