প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ১১:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৫, ৬:০৮ পি.এম
সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

তুমি একদিন পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে" -এই শ্লোগানে প্রবীণ হিতৈষী সংঘ উদ্যোগে ও সৈয়দপুর উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয় এর সহযোগীতায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০ টায় সৈয়দপুর উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সৈয়দপুর উপজেলা চত্ত্বর গিয়ে শেষ হয়। এরপরই উপজেলার রুমে সকাল ১১ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেখানে উপজেলা সমাজসেবা অফিসার নূর মোহাম্মদ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই আলম সিদ্দিকী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, কর্মকর্তা মোঃ মীর হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞতা ও জ্ঞানের ভাণ্ডার। তাঁরা অভিজ্ঞতা, প্রজ্ঞা ও মূল্যবোধের ধারক। প্রবীণদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও যত্ন প্রদর্শনের মাধ্যমেই মানবিক সমাজ গঠন সম্ভব। প্রবীণদের সম্মান ও যত্ন নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
সরকার প্রবীণবান্ধব সমাজ গঠনে ভাতা, হেলথ কার্ড, এবং প্রবীণ সেবা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছেন। তবে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। উন্নত বিশ্বের মতো বাংলাদেশে প্রবীণদের জন্য পর্যাপ্ত স্বাস্থ্য সুবিধা ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম না থাকায় এ দেশের প্রবীণ জনগোষ্ঠী পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও শারীরিক সমস্যায় প্রতিনিয়ত ভুগছেন। পরিবার ও সমাজে তারা অবহেলিত। পুষ্টিকর খাদ্য, চিকিৎসার সুবিধা, নাগরিক সুবিধা, পারিবারিক ও সামাজিক মর্যাদাসহ বিভিন্ন ধরনের সুবিধা থেকে বঞ্চিত হয়ে প্রতিনিয়ত তারা মানসিক যন্ত্রণার শিকার হচ্ছেন। আমাদের এ প্রবীণ জনগোষ্ঠীর অধিকাংশই জীবনধারণের মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। দ্রুত এ সকল সমস্যার সমাধানের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.