
পাবনা জেলায় ব্লক পর্যায়ে কৃষি প্রযুক্তি সম্প্রসারণে ভূমিকা রাখায় বিভিন্ন কার্যক্রমে সফলতা অর্জন করায় ঈশ্বরদীর উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল আলিমসহ ৩ জনকে শ্রেষ্ঠ উপ-সহকারী কৃষি কর্মকর্তা নির্বাচিত করা হয়েছে। এ উপলক্ষে সোমবার ( ৬ অক্টোবর) বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পাবনার উপ-পরিচালকের কার্যালয়ে নির্বাচিত তিন জনকে সম্মাননা স্বারক ও প্রত্যয়ন পত্র প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পাবনার উপপরিচালক মো : জাহাঙ্গীর আলম প্রামানিক।
উপ-পরিচালক মো: জাহাঙ্গীর আলম প্রামানিক স্বাক্ষরিত প্রত্যয়ন পত্রে বলা হয়েছে, ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল আলিম ২০২৪-২৫ অর্থবছরে ব্লক পর্যায়ে কৃষি প্রযুক্তি সম্প্রসারণে ভূমিকা রাখায় এবং পাশাপাশি মাঠ কার্যক্রম বাস্তবায়ন, কৃষককে উদ্বুদ্ধ করনের মাধ্যমে উদ্যোক্তা তৈরি,বিশেষ কৃষি কার্যক্রম বস্তায় আদা চাষ,টবে মরিচ চাষ, মাটি পরীক্ষা ও খামারি অ্যাপসের মাধ্যমে সার ব্যবস্থাপনা, রেজিস্টার ব্যবস্থাপনা কার্যক্রমেও আপনার উদ্যোগ প্রশংসনীয়।
কৃষি ও কৃষকের উন্নয়নে আপনার সার্বিক কার্যক্রম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যক্রমকে বেগবান করেছে এবং পাবনার কৃষি সম্প্রসারণ কার্যক্রমকে সমৃদ্ধ করেছে, বিধায় শ্রেষ্ঠ উপসহকারী কৃষি কর্মকর্তা ( ৩য়) নির্বাচিত হওয়ায় আপনাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনার এ প্রচেষ্টা কৃষি ও কৃষকের উন্নয়নে অব্যাহত থাকবে। উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল আলিম ২০১৭ সালে থেকে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে চাকরি শুরু করেন।
জেলা পর্যায়ে নির্বাচিত অপর দুইজন শ্রেষ্ঠ উপসহকারী কৃষি কর্মকর্তা নির্বাচিত হয়েছেন পাবনা সদরের উপসহকারি কৃষি অফিসার (১ম) মোছা: আসমা আহমেদ এবং সুজানগর উপজেলা শ্রেষ্ঠ উপসহকারী কৃষি কর্মকর্তা নির্বাচিত ( ২য়) পার্থ প্রতিম রায়। সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খামার বাড়ি পাবনার জেলা প্রশিক্ষণ অফিসার সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ পরিচালক ( পিপি ) ফাহমিদা নাহার,অতিরিক্ত উপপরিচালক( উদ্যান )মোঃ নূরে আলম ও অতিরিক্ত উপ-পরিচালক ( শস্য ) মোঃ রাফিউল ইসলাম। এছাড়াও জেলার নয়টি উপজেলার কৃষি অফিসার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২০২৪২৫ অর্থবছরে পাবনা জেলার শ্রেষ্ঠ উপসহকারী কৃষি কর্মকর্তা নির্বাচিত হওয়ায় আব্দুল আলিম তার অনুভূতি ব্যক্ত করে বলেন, এ সম্মান আমার সহকর্মী এবং কৃষক ভাইদের সহযোগিতা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনার ফল। তিনি সবার দোয়া ও ভালোবাসা কামনা করেন।
জেলার ঈশ্বরদী থেকে শ্রেষ্ঠ উপসহকারী কৃষি কর্মকর্তা নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মোমিন, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ধীমান তানভীর স্বাক্ষরসহ অন্যান্য কৃষি অফিসার এবং তার সহকর্মী উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদ হাসান হিরোক, সাইফুল ইসলামসহ অন্যান্য উপসহকারী কর্মকর্তা বৃন্দ ও অফিসের অন্যান্য স্টাফরা।
জানা গেছে, পাবনা জেলার নয়টি উপজেলায় প্রায় ২৭০ টি ব্লকের ২৭০ জন উপসহকারি কৃষি কর্মকর্তা মধ্য থেকে এই তিনজনকে জেলার শ্রেষ্ঠ উপসহকারী কৃষি কর্মকর্তা নির্বাচিত করা হয়েছে।
আলমাস আলী, ঈশ্বরদী (পাবনা ) প্রতিবেদক 



















