প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ১১:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৫, ৬:৫৬ পি.এম
রংপুরে শুরু হতে যাচ্ছে আরপিএল টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট সিজন-৩

উত্তরাঞ্চলে নতুন ক্রিকেটার তৈরী ও নব জাগরনের লক্ষ নিয়েই তৃতীয় বারের শুরু হতে যাচ্ছে আরপিএল টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট সিজন-৩। নগরীর ক্রিকেট গার্ডেনে এ টুর্নামেন্টের সকল খেলা অনুষ্ঠিত হবে।
গতকাল সোমবার দুপুরে রংপুর টাউনহলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান টুর্নামেন্টে কমিটি।
সংবাদ সম্মেলনে জানানো হয় দুইবারের সফলতাকে সামনে রেখে আরো বড় পরিসরে এবারে আরপিএল টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট সিজন-৩ অনুষ্ঠিত হবে। এবারের টুর্নামেন্টে ৮ টি টীম অংশ নিবে। এই ৮ টি টীমের জন্য উত্তরাঞ্চলের মোট ১০৪ জন ক্রিকেটার নিবন্ধনের মাধ্যমে টোকেন সংগ্রহ করতে পারবেন। পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে টুর্নামেন্টে অংশ নেওয়া টীম ক্রিকেটার সংগ্রহ করবেন। এছাড়াও প্রতিটি টীমে দুইজন করে জাতীয় দলের খেলোয়ার কিংবা দেশের বাইরে থেকে খেলোয়ার নিতে পারবেন।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে প্রাইজমানির পরিবর্তে মোটরসাইকেল প্রদান করা হবে।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন টুর্নামেন্টে কমিটির পক্ষে সামসুল আরেফিন। এসময় উপস্থিত ছিলেন আরপিএল টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব সাজ্জাদ হোসেন সজিব, সদস্য আরমান হোসেনসহ অন্যান্যরা।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.