
রাজশাহীর দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে শোকজ করা হয়েছে। একইসাথে সদ্য ঘোষিত ছয় ইউনিয়ন শাখার কমিটি স্থগিত করা হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এ সংক্রান্ত পৃথক চিঠিতে স্বাক্ষর করেছেন।
সোমবার জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ স্বাক্ষরিত পৃথক দুটি চিঠি গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো হয়েছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ওয়ালেও চিঠি দুটি পোস্ট করেছেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল ও সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেনকে শোকজ নোটিশ দেয়া হয়।
প্রথম চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ২৮ সেপ্টেম্বর দুর্গাপুর উপজেলার আওতাধীন ছয়টি ইউনিয়ন শাখা বিএনপির আংশিক কমিটি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় না করে অনুমোদন দেয়া হয় এবং গত ২ অক্টোবর দিনগত রাতে প্রকাশ করা হয়। এতে দলের ভেতরে ও বাইরে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না সেই বিষয়ে তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।
অপর আরেকটি চিঠিতে উল্লেখ করা হয়, বিএনপির রাজশাহী বিভাগীয় সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের নির্দেশক্রমে দুর্গাপুর উপজেলার নওপাড়া, কিসমত গণকৈড়, পানানগর, দেলুয়াবাড়ী, ঝালুকা ও জয়নগর ইউনিয়ন বিএনপির আংশিক পূর্ণাঙ্গ কমিটি স্থগিত করা হয়েছে।
এ সংক্রান্ত চিঠি দুটির অনুলিপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, রাজশাহী বিভাগের সমন্বয়ক আব্দুস সালাম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম এবং সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দনসহ দলের শীর্ষ নেতাদের কাছে পাঠানো হয়েছে।
জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল শোকজ নোটিশ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিএনপির গঠনতন্ত্রে যদি এ ধরনের বিষয় থেকে থাকে, তাহলে নিয়ম অনুযায়ী জবাব দেব। উপজেলা বিএনপির সদস্য সচিব জোবায়েদ হোসেনের মুঠোফোনে কল করা হলেও তিনি কল ধরেননি।
জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ বলেন, শোকজ নোটিশ ও কমিটি স্থগিত করে পৃথক চিঠি পাঠানো হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে এবং তাদের নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২ অক্টোবর দিনগত রাতে দুর্গাপুর উপজেলার সাত ইউনিয়নের মধ্যে ছয় ইউনিয়ন শাখা বিএনপির আংশিক কমিটি ঘোষণা দেয়া হয়। মাত্র তিন দিনের ব্যবধানে সেই কমিটি ফের স্থগিত করা হলো। এতে করে উপজেলা বিএনপিতে অস্থিরতা ও উত্তেজনা দেখা দিয়েছে। যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন অনেকেই।
দুর্গাপুর প্রতিবেদক 


















