
নাটোর শহরের লালবাজারে ভাস্কর বাগচি (৪৯) নামে একজন আইনজীবী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (৪ অক্টোবর) রাত ৮টার দিকে লালবাজার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত ভাস্কর বাগচি নাটোর পৌর এলাকার লালবাজার মহল্লার মনীন্দ্রনাথ ওরফে চাদু বাগচির ছেলে।
তিনি দীর্ঘদিন ধরে নাটোর জজ কোর্টের আইনজীবী ও আয়কর উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। একইসঙ্গে তিনি নাটোর জেলা হিন্দু মহাজোটের সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে পরিবারের সদস্যরা নিজ বাসার সিঁড়ির পাশে রডের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ভাস্কর বাগচিকে ঝুলতে দেখেন। পরে দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় গামছা বা রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি বলেন, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনার পেছনের সম্ভাব্য কারণগুলোও তদন্ত করা হবে।
নাটোর প্রতিবেদক 


















