ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চুয়াডাঙ্গায় অবৈধ সার ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড ও জরিমানা Logo মহাদেবপুরে আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা Logo দুর্গাপুরে ‎রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন  Logo শীতের গন্ধ, তাপমাত্রা কমছে প্রতিদিন দুই ডিগ্রি ঈশ্বরদীতে দোকানে উঠছে শীতের সোয়েটার-জ্যাকেট, কম্বল Logo পদ্মার চরজুড়ে চলছে ‘অপারেশন ফার্স্ট লাইট’ Logo নীলফামারীতে চার দফা দাবী বাস্তবায়নে বিসিএস প্রভাষক পরিষদের মানবন্ধন ও সংবাদ সম্মেলন Logo বিএনপি অফিস ভাংচুর মামলায়  ছাত্রলীগ নেতা আটক   Logo দেশের চলমান সব সংকট নাটকের অংশ, মানুষ ভোট দিতে চায়: মির্জা ফখরুল Logo ধেয়ে আসছে মৌসুমের প্রথম কুয়াশা বেল্ট Logo ১৩ নভেম্বর রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু

“তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা” দুর্গাপুরে বিএনপিনেতা আবু বকর সিদ্দিক

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী–৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী আবু বকর সিদ্দিক বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের ৩১ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠন সম্ভব হবে।
তিনি বলেন, “এই কর্মপরিকল্পনাই গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি সত্যিকার জনবান্ধব রাষ্ট্র গঠনের দিশা দেখাবে। জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি আগামীতে সরকার গঠন করলে এই ৩১ দফা বাস্তবায়ন করা হবে।”
শনিবার (৪ অক্টোবর) বিকেলে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। ঐক্যবদ্ধভাবে দেশ ও দেশের বাহিরের সকল ফ্যাসিবাদী ষড়যন্ত্র রুখে দিতে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্যের কোনো বিকল্প নেই।”
নির্বাচন নিয়ে চলমান পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, “দেশে নির্ধারিত সময়ে নির্বাচন না হওয়ার জন্য একটি কুচক্রী মহল সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তথাকথিত পিআর পদ্ধতির অজুহাতে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্তের চেষ্টা চলছে। দেশের রাজনৈতিক অঙ্গনে এখন একটাই আলোচনা ফেব্রুয়ারিতেই নির্বাচন সুনিশ্চিত করা। নির্ধারিত সময়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গনতন্ত্রের মারাত্মক সংকট কাটিয়ে ওঠার এটাই একমাত্র পাথেয়।
তিনি আরও বলেন, “যারা নির্বাচন বিলম্বিত করার নীলনকশা আঁকছেন, জনগণ তাঁদের প্রতিহত করবে। এ নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের প্রক্রিয়া নয়; এটি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ। তাই যে কোনো ষড়যন্ত্র রুখে দিয়ে ফেব্রুয়ারির নির্বাচন নিশ্চিত করতে হবে।”
পরিশেষে বিএনপির কেন্দ্রীয় নেতা আবু বকর সিদ্দিক, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মনোনয়ন প্রাপ্ত ধানের শীষের কান্ডারীর কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ঝালুকা ইউনিয়ন বিএনপির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ফয়জুল ইসলাম। সঞ্চালনা করেন বিএনপি নেতা সারোয়ার হোসেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্শেদ শিবলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, জেলা যুবদলের সদস্য খোদাবক্স, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য নাজমুল গনি পিন্টু, মিজানুর রহমান মিজান, আব্দুল কাদের, দুর্গাপুর পৌর যুবদলের সাবেক সভাপতি আরমান আলী, বিএনপি নেতা শামসুল ইসলাম, যুবদলনেতা মোজ্জাফর, সিহাব আলী, এন্তাজ, সালাউদ্দিন, ঝালুকাইউনিয়ন যুবদলের সাবেক প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, পুঠিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান জুয়েল, যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম, পুঠিয়া পৌর ছাত্রদলের আহবায়ক সানোয়ার হোসেন জনিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন এলাকা থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী এবং সাধারন নারী অংশগ্রহণকারীর উপস্থিতি সভায় সকলের নজর কারে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় অবৈধ সার ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড ও জরিমানা

“তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা” দুর্গাপুরে বিএনপিনেতা আবু বকর সিদ্দিক

Update Time : ০৯:৩৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী–৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী আবু বকর সিদ্দিক বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের ৩১ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠন সম্ভব হবে।
তিনি বলেন, “এই কর্মপরিকল্পনাই গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি সত্যিকার জনবান্ধব রাষ্ট্র গঠনের দিশা দেখাবে। জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি আগামীতে সরকার গঠন করলে এই ৩১ দফা বাস্তবায়ন করা হবে।”
শনিবার (৪ অক্টোবর) বিকেলে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। ঐক্যবদ্ধভাবে দেশ ও দেশের বাহিরের সকল ফ্যাসিবাদী ষড়যন্ত্র রুখে দিতে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্যের কোনো বিকল্প নেই।”
নির্বাচন নিয়ে চলমান পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, “দেশে নির্ধারিত সময়ে নির্বাচন না হওয়ার জন্য একটি কুচক্রী মহল সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তথাকথিত পিআর পদ্ধতির অজুহাতে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্তের চেষ্টা চলছে। দেশের রাজনৈতিক অঙ্গনে এখন একটাই আলোচনা ফেব্রুয়ারিতেই নির্বাচন সুনিশ্চিত করা। নির্ধারিত সময়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গনতন্ত্রের মারাত্মক সংকট কাটিয়ে ওঠার এটাই একমাত্র পাথেয়।
তিনি আরও বলেন, “যারা নির্বাচন বিলম্বিত করার নীলনকশা আঁকছেন, জনগণ তাঁদের প্রতিহত করবে। এ নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের প্রক্রিয়া নয়; এটি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ। তাই যে কোনো ষড়যন্ত্র রুখে দিয়ে ফেব্রুয়ারির নির্বাচন নিশ্চিত করতে হবে।”
পরিশেষে বিএনপির কেন্দ্রীয় নেতা আবু বকর সিদ্দিক, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মনোনয়ন প্রাপ্ত ধানের শীষের কান্ডারীর কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ঝালুকা ইউনিয়ন বিএনপির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ফয়জুল ইসলাম। সঞ্চালনা করেন বিএনপি নেতা সারোয়ার হোসেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্শেদ শিবলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, জেলা যুবদলের সদস্য খোদাবক্স, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য নাজমুল গনি পিন্টু, মিজানুর রহমান মিজান, আব্দুল কাদের, দুর্গাপুর পৌর যুবদলের সাবেক সভাপতি আরমান আলী, বিএনপি নেতা শামসুল ইসলাম, যুবদলনেতা মোজ্জাফর, সিহাব আলী, এন্তাজ, সালাউদ্দিন, ঝালুকাইউনিয়ন যুবদলের সাবেক প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, পুঠিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান জুয়েল, যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম, পুঠিয়া পৌর ছাত্রদলের আহবায়ক সানোয়ার হোসেন জনিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন এলাকা থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী এবং সাধারন নারী অংশগ্রহণকারীর উপস্থিতি সভায় সকলের নজর কারে।