
ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখল অভিযান স্থগিত করার নির্দেশ দিয়েছে ইসরায়েল সরকার। রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত দেশটির সেনাবাহিনীর নিজস্ব সম্প্রচারমাধ্যম ‘আর্মি রেডিও’ এই খবর নিশ্চিত করেছে।
শনিবার (৪ অক্টোবর) প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, রেডিওটির সাংবাদিক ডরোন কাদোস আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে জানান, ইসরায়েলের রাজনৈতিক মহল সেনাবাহিনীকে গাজায় অভিযান সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার নির্দেশ দিয়েছে। এর বাস্তবিক অর্থ হলো- গাজা সিটি দখলের অভিযান আপাতত বন্ধ রাখা হয়েছে এবং সামরিক বাহিনী কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করবে।
যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার প্রস্তাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের আংশিক সম্মতির পর এই সিদ্ধান্ত আসে। শুক্রবার রাতে দেওয়া এক বিবৃতিতে হামাস জানায়, তারা জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি। তবে প্রস্তাবের কয়েকটি শর্ত নিয়ে আরও আলোচনা প্রয়োজন।
আজ ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরও এক বিবৃতি দিয়ে জানায়, হামাস প্রস্তাবের প্রথম ধাপ মেনে নেওয়ার পর ইসরায়েলও তার তাৎক্ষণিক বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। হামাসের এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এটি ইঙ্গিত করে যে, হামাস স্থায়ী শান্তির জন্য প্রস্তুত।
আন্তর্জাতিক ডেস্ক 





















