
পাবনার ঈশ্বরদী -চারঘাট আঞ্চলিক মহাসড়কের মুনছুর ফিলিং স্টেশন এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে দিব্য কুণ্ড (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছে। নিহত দিব্য কুণ্ড রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র এবং উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া গ্রামের ব্যবসায়ী পীযুষ কুন্ডুর ছেলে। বৃহস্পতিবার (২রা অক্টোবর ) দুপুর দেড়টার দিকে (ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কে) আরামবাড়িয়া গোপালপুর মুনছুর ফিলিং স্টেশন এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল চালক দিব্য কুণ্ড ঘটনাস্থলেই নিহত হন ।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর তারা ফায়ার সার্ভিসে ফোন দিলে কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের গাড়ি এবং কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দিব্য কুন্ডুর লাশ উদ্ধার করে।
ঈশ্বরদী ফায়ার স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম বাপ্পী বলেন, সংবাদ পেয়ে আরামবাড়িয়ার গোপালপুর মুনছুর ফিলিং স্টেশন এলাকায় ঘটনাস্থলে উপস্থিত হই। মোটরসাইকেল ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যান। নিহত দিব্য কুন্ডুর-(২৩) লাশ বডিব্যাগ এ করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁচেছে। নিহত দিব্য কুন্ডু-(২৩) এর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ঈশ্বরদি প্রতিবেদক 



















