প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ৭:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৫, ৭:০৯ পি.এম
সোনারগাঁ ও বন্দর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বিসমিল্লাহ্ এন এম জুলফিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান নাদিরা আক্তার নিরা

সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোনারগাঁ ও বন্দর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিসমিল্লাহ্ এন এম জুলফিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান শিক্ষানবিশ আইনজীবী নাদিরা আক্তার নিরা। ৩০ সেপ্টের মঙ্গলবার বিকাল ৫ টা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময়ে তিনি বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক সহযোগিতা ও পূজা মন্ডপে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের সবাইকে পূজা উপলক্ষে সালামি দিয়েছন। তিনি বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ একে অপরের সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। আমরা সব সময় সাম্প্রদায়িক সাম্প্রতিকে গুরুত্ব দেই। এই চেতনায় আমরা বিশ্বাস করি।
তিনি আরও বলেন আমি আপনাদের পাশে থেকে আমার সেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে সবসময় সেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে চাই। আমি আমার সেবামূলক ফাউন্ডেশনের মাধ্যমে শুধু সোনারগাঁ নয়, বাংলাদেশের বিভিন্ন এলাকায় দরিদ্র ও অসহায় মানুষদের নিয়ে কাজ করি। আমাদের ফাউন্ডেশনের জন্য সবাই দোয়া করবেন।
পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বিসমিল্লাহ্ এন এম জুলফিকার ফাউন্ডেশনের বাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন, জীবন বর্মন, উত্তম কুমার, মশিউর রহমান, ইমরান হোসেন, সুভাষ সরকার,সুমিত প্রমূখ।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.