প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ৪:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৫, ৬:৪৬ পি.এম
নওগাঁয় বিয়ের দাবিতে সাত দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান কিশোরীর

নওগাঁর মান্দায় বিয়ের দাবিতে একটানা ছয় দিন ধরে প্রেমিকের বাড়িতে আয়েশা খাতুন (১৯) নামে এক কিশোরী অবস্থা নিয়েছে। প্রেমিকার হঠাৎ এমন আগমনে লম্পট ও বখাটে প্রকৃতির প্রেমিক বাড়ি থেকে দ্রুত সটকে পড়ে। বৃহস্পতিবার সকাল থেকে আজ বুধবার সাতদিন ধরে নানা গালিগালাজ ও কটু কথা শুনে খেয়ে না খেয়ে ও-ই বাড়ির এক ঘরে বসে কাঁদছে কিশোরী ওই মেয়েটি।
ল*ম্পট ও বখাটে প্রকৃতির প্রেমিকের নাম বিপ্লব। তিনি তেঁতুলিয়া ইউপি'র অনাথ সিমুলিয়া গ্রামের জনৈক জেকের আলীর ছেলে। আর কিশোরী আয়েশা পার্শ্বের তেঁতুলিয়া এলাকার উজ্জল শেখের মেয়ে।
স্থানীয়রা জানান, বিয়ের দাবিতে একটানা সাত দিন ধরে অনাথ সিমুলিয়া গ্রামের জেকের আলীর বাড়িতে আয়েশা নামের ওই কিশোরী অবস্থান নিয়েছে। ছেলে ল*ম্পট ও বখাটে প্রকৃতির।
প্রেমিকা ও-ই কিশোরী দাবি করেছেন, "প্রায় ৪/৫ বছর আগে থেকেই তাঁর সাথে বিপ্লবের পরিচয় ঘটে। কাজের জন্য ঢাকায় অবস্থান নিই। এক সময় কথা বলতে বলতে গভীর সম্পর্কের সৃষ্টি হয়। পরে বিয়ের প্রলোভন দিয়ে প্রেমিক তার সাথে শারিরীক সম্পর্কে জড়িয়ে পড়েন। এভাবে বেশ কিছু দিন মেলামেশা চলতে থাকে। সম্পর্ক গভীর হওয়ায় তার মোবাইল নষ্ট সহ নানা সময়ে আমার কাছ থেকে টাকাপয়সা চেয়ে নিয়েছে।
এক পর্যায়ে বিয়ের জন্য জোরাজুরি ও চাপ প্রয়োগ করলে দুই মাস আগে আমার সাথে যোগাযোগ বিছিন্ন করে দেয়।
এরপরে নানা জায়গায় খোঁজ নিয়ে না পাওয়ায় অবশেষে ও-ই গ্রামে বিপ্লবের বাড়িতে চলে আসি।
তবে আমাকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে না পেরে আমাকে রেখেই পালিয়ে গিয়েছে তার দুলাভাইয়ের বাড়িতে। এখন যদি আমাকে বিয়ে না করে, তাহলে বিষপান করে ও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা ছাড়া আমার সামনে অন্য কোন উপায় থাকবে না"।
এ ঘটনার বিষয়ে জানতে বিপ্লবের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তার কোন হদিস পাওয়া যায়নি। তাই মন্তব্য নেয়া সম্বব হয়নি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.