প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ৪:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৫, ১২:০৩ এ.এম
নওগাঁয় ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিলসহ এক নারী আটক

নওগাঁর মহাদেবপুরের শিবরামপুর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল জব্দ করাসহ পরী বেগম (৩০) নামের এক নারীকে আটক করেছে সেনাবাহিনীর অভিযানিক দল। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টা থেকে ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির হোসেন।
আটককৃত পরী বেগম উপজেলার শিবরামপুর গ্রামের আতিকুল ইসলামের স্ত্রী। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তার স্বামী আতিকুল ইসলাম পালিয়ে যায়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর অভিযানীক দল জানতে পারে উপজেলার শিবরামপুর গ্রামের আতিকুল ইসলাম ও তার স্ত্রী পরী বেগম ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিলের ব্যবসা করেন। এমন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির পাশে খড়ের গাদার ভেতর ও বালির স্তূপের ভিতরে লুকিয়ে রাখা অবস্থায় ৫০টি ইয়াবা ট্যাবলেট ও চারটি ফেনসিডিল উদ্ধার করে। এসময় সেনাবাহিনীর উপস্থিতি আতিকুল ইসলাম পালিয়ে যায় এবং তার স্ত্রী ও পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সেনাবাহিনীর দল তাকে করেন। পরবর্তীতে তাকে জিডি মূলে আটককৃতকে মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সত্যতা নিশ্চিত করে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য গুলো জব্দ করা হয়েছে। এসময় এক নারীকে আটক করা হয়। পরবর্তীতে তাকে মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক মুক্ত দেশ গড়তে ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.