
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে ভারতে অবৈধ্য অনুপ্রবেশের অপরাধে ভারতীয় সীমান্তরক্ষী ( বিএসএফ) বদরউদ্দীন (৩০) নামের এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে।
বুধবার বেলা ১১ টার সময় ভারতের নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। বদরউদ্দীন (৩০) জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের স্কুল পাড়ার আব্দুল করিমের ছেলে।
গ্রামবাসীরা জানায়,আজ বুধবার (১ অক্টোবর) বেলা ১১ টার সময় বেনীপুর গ্রামের বিপরিতে ভারতীয় অংশে নোনাগঞ্জে বদরউদ্দীনসহ ৫/৬ জন অবৈধভাবে প্রবেশ করছিলো। এক পর্যায়ে ভারতের নোনাগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও বিএসএফ বদরউদ্দীনকে ধরে ফেলে। পরে বিএসএফ সদস্যরা বদরউদ্দীনকে নোনাগঞ্জ ক্যাম্পে ধরে নিয়ে যায়।
সীমান্ত ইউপি সদস্য আরিফুল ইসলাম বলেন, বুধবার বেলা ১১ টার দিকে বিএসএফ এক বদরকে ধরে নিয়ে গেছে বলে জানতে পেরেছি। তবে এখন কি অবস্থা আমরা কিছু জানি না।
জীবননগর থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ মামুন হোসেন বিশ্বাস বলেন, বিএসএফএর হাতে একজন আটক হয়েছে এটা শুনেছি।
মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল রফিকুল আলমের (পিএসসি) সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা অসমর্থিত সূত্রে জানতে পেরেছি বিএসএফ এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে। এ ব্যাপারে আমরা বিএসএফের সাথে যোগাযোগের চেষ্টা করছি।