দীর্ঘদিন পরে হলেও সাঁথিয়া সরকারী কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার ৩০ সেপ্টম্বর জাতীয়াতাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে ছাত্র নেতা সৌরভ হোসেনকে আহবায়ক ও ছাত্রনেতা সালমান বিশ্বাসকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি দেন। কমিটির অন্যান্যরা হলেন, সিনি.যুগ্ন আহবায়ক নাসিম হোসেন, সদস্য আরিফুল ইসলাম শ্রাবণ, রাকিবুল ইসলাম রকি, আব্দুল আহাদ ও হাফিজুর রহমান (মঈন)
এতে উল্লেখ রয়েছে আহবায়ক,সিনিয়র যুগ্ন আহবায়ক ও সদস্য সচিব এই ৩জনের স্বাক্ষরে কমিটির কার্যক্রম পরিচালিত হবে এবং আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করার ও নির্দেশ দেন। এই কমিটিকে অভিনন্দন জানিয়ে সাবেক ছাত্রদল নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছে।
