
খাগড়াছড়িতে পাহাড়ি শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ধর্ষণ আইন সংস্কার জোট। এই জোটের অধীনে থাকা ১৭টি মানবাধিকার সংগঠন এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।
একইসাথে এই জোট ভুক্তভোগী কিশোরী ও তার পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছে।
এছাড়া এ ধরনের সহিংসতার ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদনও জানিয়েছে ধর্ষণ আইন সংস্কার জোট।
এই জোটে আইসিডিডিআরবি, আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, মানুষের জন্য ফাউন্ডেশন, বাংলাদেশ মহিলা পরিষদ, একশন এইড বাংলাদেশ, এসিড সারভাইভারস ফাউন্ডেশনসহ ১৭টি মানবাধিকার সংগঠন।
অন্যদিকে, এই ঘটনার নিন্দা জানিয়ে হত্যাকাণ্ড, ধর্ষণ, আইন-শৃঙ্খলা বাহিনীর উপর হামলা এবং অগ্নিসংযোগসহ সবকিছু তদন্তের আওতায় আসে এমন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি(এইচআরএসএস)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জড়িত সকল অপরাধীকে সনাক্ত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত, বিশেষ করে যে সকল অপরাধীরা স্কুল শিক্ষার্থীকে গণধর্ষণ করেছে তাদেরকে সনাক্ত করে দ্রুত গ্রেফতার করার দাবিও জানিয়েছে সংগঠনটি।
ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়া, পাহাড়ি অঞ্চলে সাধারণ নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্বশীল ও মানবাধিকারসম্মত পদ্ধতিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এইচআরএসএস।
নিজস্ব প্রতিবেদক 



















