বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবীতে নীলফামারীতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন(বিএফএ)। সোমবার দুপুরে (২৯ সেপ্টেম্বর) নীলফামারী প্রেসক্লাবের সাংবাদিক ফজলুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএফএ জেলা শাখার সভাপতি আব্দুল ওয়াহেদ।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা, সহ-সভাপতি আলহাজ¦ তসলিম, যুগ্ম সম্পাদক আবুল কালাম ও কোষাধ্যক্ষ পলি রানী কুন্ডু উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সরকারের সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালায় প্রস্তাবিত ওয়ার্ড পর্যায়ে ডিলার নিয়োগ ও খুচরা সার বিক্রেতা তুলে দেয়ার প্রস্তাবনার বিরোধীতা করা হয়।
এছাড়া ডিলারদের পরিবহণ খরচ ও কমিশন বৃদ্ধি এবং নীতিমালা করার আগে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তা ও বিএফএ’র প্রতিনিধিদের মতামত গ্রহণের দাবী জানানো হয়।
বিএফএ জেলা সভাপতি আব্দুল ওয়াহেদ জানান, প্রস্তাবিত নীতিমালাকে আমরা স্বাগত জানাই কিন্তু কিছু ক্ষেত্রে মাঠ পর্যায়ের সঠিক চিত্র নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বিসিআইসি ও বিএডিসি কোন বিভাজনে না গিয়ে সরকারের নীতিমালার আলোকে সুষ্ঠ সার সরবরাহের মাধ্যমে সুনির্দিষ্ট মন্ত্রনালয়ের অধীন সার বিতরণের প্রক্রিয়া কার্যকর করা হোক।