নওগাঁর মহাদেবপুরে সুদের টাকার জন্য মারধর ও মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে এক সুদ কারবারির বিরুদ্ধে। এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। গতকাল শনিবার দুপুরে মহাদেবপুর উপজেলা সদরের একটি রেষ্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য হাফিজা বেগম। লিখিত বক্তব্যে তিনি বলেন, অমার স্বামীর বড় ভাই শরিফুল ইসলাম এলাকার চিহ্নিত সুদ কারবারী মো: রাকিব হোসেনের কাছ থেকে তিন বছর আগে টাকা ধার নেয় এবং কিছুদিন পর সুদসহ সে টাকা পরিশোধ করে দেয়। গত ২০ অগষ্ট মো: রাকিব হোসেন আরো সুদের টাকা দাবী করে অমার স্বামীর বড় ভাই শরিফুল ইসলামকে আটকিয়ে মারধর করে এবং নানা প্রকার হুমকি দেয়।
এ ঘটনায় ২১ অগষ্ট থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এ মারধরের ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে মো: রাকিব হোসেন শরিফুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গত ২২ সেপ্টেম্বর অদালতে মিথ্যা মামলা দায়ের করেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে এ মিথ্যা মামলা প্রত্যাহার ও শরিফুল ইসলামকে মারধরের জন্য রাকিব হোসেনের বিচার দাবী করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।