
নীলফামারীর জলঢাকায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ করায় দুই ব্যবসায়ীর কাছ থেকে দুই হাজার পাঁচ’শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার দুপুরে(২৮ সেপ্টেম্বর) জলঢাকা উপজেলার টেঙ্গনমারী বাজারে পরিবেশ অধিদপ্তরের সহযোগীতায় এই আদালত পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার তানজীর ইসলাম এবং প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, ভাই ভাই স্টোরকে ১হাজার ৫’শ টাকা এবং রবিউল স্টোর থেকে ১হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
দুই দোকানে নয় কেজি পলিথিনের শপিং ব্যাগ মজুদ ছিলো বলে জানান তিনি।
নীলফামারী প্রতিবেদক 



















