প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ১০:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ৫:১৬ পি.এম
সৈয়দপুরে ১ হাজার দেশি-বিদেশীর অংশগ্রহণ নর্দান হাফ ম্যারাথন প্রতিযোগিতায়

সুস্থ্যতার জন্য, সবাইকে নিয়ে দৌড়' এ স্লোগানকে ধারণ করে নীলফামারীর সৈয়দপুরে নর্দান হাফ ম্যারাথন প্রতিযোগিতা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৫টায় ওই দৌড় প্রতিযোগিতা শুরু হয়। আন্তর্জাতিক অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল ম্যারাথনস এন্ড ডিসটেনস রেসেস (এআইএমএস) সনদপ্রাপ্ত ২১ দশমিক এক কিলোমিটার এ ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নেন দেশি বিদেশী প্রায় একহাজার দৌঁড়বিদ। এর মধ্যে নারী-শিশুরাও অংশ গ্রহন করে। সৈয়দপুরের চক্ষুরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. কামরুল হাসান সোহেলের উদ্যোগে ৩ৃতীয় বারের মতো ম্যারাথনটি আয়োজন করে সৈয়দপুর রানার্স নামের একটি সংগঠন।
সৈয়দপুর শহরের উপকণ্ঠে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের সোনাপুকুরে বাঁশি বাজিয়ে প্রতিযোগিতার সূচনা করেন ম্যারাথন দৌড় প্রতিযোগিতার রেস মার্শাল আমানুল হক আমান। এর আগে বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
সোনাপুকুর এলাকা থেকে শুরু হয়ে দিনাজপুর জেলার পার্বতীপুরের কৈপুলকী পর্যন্ত গিয়ে পুনরায় সৈয়দপুরে ফিরে আসে। গ্রামীণ সড়কে আয়োজিত এই ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতায় অংশ নিতে ৯৭৫ প্রতিযোগী নিবন্ধন করে। এর মধ্যে ৬ জন বিদেশী। ম্যারাথনে অপেক্ষাকৃত কম দূরত্বে নারী ও শিশুদের জন্যও আয়োজন ছিল।
প্রতিযোগিতায় দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, প্রতিরক্ষা মন্ত্রনালয়ের উপ সচিব মীর্জা আরিফ বেগ, জনপ্রশাসন মন্ত্রনালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মর্তুজা আল-মুঈদ, লৌহমানবের খ্যাতি অর্জনকারী ভাস্কুলার সার্জন অধ্যাপক ডা. এসএমজি সাকলায়েন, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন ও সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ, সেনাবাহিনীর সাবেক প্যারাকমান্ডো লৌহমানব খ্যাতি অর্জনকারী ইমতিয়াজ ইলাহি, সৈয়দপুর রানার্সের এডমিন জিল্লুর রহমান, মো. কাজিমুল ইসলাম ও মাহাবুবুল ইসলাম পাপনসহ প্রায় এক হাজার দৌড়বিদ ইভেন্টেটিতে অংশ নেন। প্রতিযোগিতায় রেস ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন কারেন ডা: কামরুল হাসান সোহেল ও রেস কো-অর্ডিনেটরের দায়িত্বে ছিলেন খাইরুল ইসলাম।
দৌড় প্রতিযোগিতা দেখতে এলাকার সব বয়সী মানুষ রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। তারা হাত উঁচিয়ে করতালি দিয়ে অংশগ্রহণকারীদের উৎসাহ জোগান।অংশগ্রহণকারীদের জন্য দুই কিলোমিটার অন্তর পাঁচটি পয়েন্টে জুস, কলা, শরবত, খেজুর, কেক ও কোমল পানীয় সরবরাহ করা হয়। বিভিন্ন পয়েন্টে ৪০০ স্বেচ্ছাসেবী কাজ করেন। সেই সাথে নীলফামারীর সৈয়দপুর ও দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রশাসন সহযোগিতা করে। অতিথিরা দৌড়ে অংশগ্রহণকারীদের হাতে মেডেল ও ক্রেস্ট তুলে দেন।
আয়োজক সংগঠন সৈয়দপুর রানার্সের এডমিন ও রেস ডিরেক্টর চক্ষু বিশেষজ্ঞ কামরুল হাসান সোহেল বলেন, ‘সুস্থতার জন্য দৌড় কিংবা হাঁটাচলায় সব বয়সী মানুষকে আগ্রহী ও উৎসাহ জোগাতে আমাদের এ আয়োজন। প্রতিবছরই এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হবে বলে জানান তিনি।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.