প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ৩:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ৮:৩৫ পি.এম
রংপুরে সড়ক দুর্ঘটনায় মা ছেলেসহ ৩ জন নিহত

ঢাকা-রংপুর মহাসড়কের দমদমা ব্রীজ এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় পিক-আপে থাকে তিন জনের মৃত্যু হয়েছে। গতকাল আজ শুক্রবার ভোরের দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নগরীর দমদমা ব্রীজের উত্তরে মহাসড়কের উপর ভোর ৪ টার দিকে একটি মালবাহী পিকআপ মাহিগন্জ যাওয়ার উদ্দেশ্য ইউটার্ন নেয়ার সময় রংপুর-ঢাকা অভিমুখে অপর একটি বালুর ট্রাক ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা হেল্পার- আরিফ (২০), শাহিনা (২৮) ও ওয়ালিদ শাহীন ঘটনাস্থলেই মারা যায়। নিহতরা হলেন নগরীর মীরগঞ্জ এলাকার ইউসুফের ছেলে আরিফ, পীরগাছা থানার সাতদরগা এলাকার মোতালেব হোসেনের স্ত্রী শাহিনা(২৮) ও ছেলে ওয়ালিদ।
এ ঘটনায় পিকআপের ড্রাইভার গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পরপরই ট্রাকের ড্রাইভার ও হেল্পার পালিয়ে যায়।
মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাজান বলেন, দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে পলাতক ট্রাকের ড্রাইভার ও হেল্পার কে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.