
এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
এখনও চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় গুরুত্বপূর্ণ এই ম্যাচেও দলের বাইরেই থাকছেন অধিনায়ক লিটন দাস। তার পরিবর্তে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন জাকের আলি।
এছাড়া বাংলাদেশ দলে আরও তিনটি পরিবর্তন আনা হয়েছে। সাইফুদ্দিন, নাসুম এবং তামিম এর পরিবর্তে এই ম্যাচে দলে জায়গা পেয়েছেন নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ এবং মাহেদী হাসান।
পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে জিতে এরই মধ্যে এশিয়ার কাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে দুই ম্যাচ হেরে আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কারও।
বাংলাদেশ ও পাকিস্তান এই দুই দলের আজকের ম্যাচে যারাই জয়ী হবে তারা ফাইনালে ভারতের মুখোমুখি হবে।