প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ৭:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৫, ৫:৫৪ পি.এম
ঢাকায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ৩৫ নেতাকর্মী আটক

রাজধানী ঢাকার ফার্মগেট ও শেরেবাংলা নগর এলাকায় মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের অন্তত ৩৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় ফার্মগেট আনন্দ সিনেমা হল ও শেরেবাংলা নগর মূল সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, বুধবার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে এখন পর্যন্ত প্রায় ৩০-৩৫ জনকে আটক করা হয়েছে।
যে জায়গাগুলোতে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল, সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলেও জানান ডিসি।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.