
রংপুর সিটি করপোরেশনের সকল ইতিবাচক সংবাদ বর্জন এবং প্রধান নির্বাহী কর্মকর্তাসহ জড়িত কর্মকর্তা কর্মচারীদের অপসারণ এবং জড়িতদের গ্রেফতার করা না হলে বুধবার রংপুর মহানগর পুলিশ কমিশনার কার্যালয় ঘেরাও কর্র্মসচি ঘোষণা দিয়েছে গণমাধ্যমকর্মীরা।
গতকাল সোমবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ করে সিটি করপোরেশনে নিয়ে গিয়ে মারধোর এবং পরবর্তীতে সাংবাদিকদের আটকে রেখে হেনস্তা করার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন থেকে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।
রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ভুক্তভোগি রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াকত আলী বাদল, রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি দৈনিক সমকালের ব্যুরো প্রধান স্বপন চৌধুরী, রংপুর রিপোর্টার্স ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নিউজ২৪ টিভির ব্যুরো প্রধান রেজাউল করিম মানিক, রংপুর রিপোর্টার্স ক্লাবের চ্যানেল২৪ এর ব্যুরো প্রধান সাংগঠনিক সম্পাদক ফখরুল শাহীন, রিপোর্টার্স ক্লাব রংপুরের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ জীবন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শরীফা বেগম শিউলি, রংপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওয়াদুদ আলী, রংপুর বৈষম্যবিরোধী সাংবাদিক আন্দোলনের সমন্বয়ক এসএম জাকির হোসাইন প্রমুখ।
এসময় বক্তারা অভিযোগ করেন, জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করে অটো রিকশার লাইসেন্স নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক বাদলকে অপহরণ করে প্রধান নির্বাহী কর্মকর্তার রুমের সামনে নিয়ে গিয়ে তাকে ক্ষমা চাইতে বাধ্য করার চেস্টা করা হয়েছে তা নজিরবিহীন। জড়িতদের বিরুদ্ধে এখনও ব্যবস্থা নেয়া হয়নি। উপরন্ত সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা ও ট্রেড লাইসেন্স শাখার প্রধানের নেতৃত্বে কর্মকর্তাকর্মচারীরা মব তৈরি করে সাংবাদিকদের সিটি ভবনের ভেতরে আটকে রেখে হেনস্তা করার ধৃষ্টতা দেখানো হয়েছে। শুধু তাই নয়, তারা সাংবাদিকদের বিরুদ্ধে মিছিল সমাবেশ করে গ্রেফতারের দাবি জানানোর মতো ধৃষ্টতাও তারা দেখিয়েছেন।
রংপুর প্রতিবেদক 


















