প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ১২:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১:২০ এ.এম
নওগাঁর মান্দার আত্রাই নদ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার

নওগাঁর মান্দায় উপজেলা সদর প্রসাদপুর বাজারের আত্রাই নদের ধারে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে মান্দা থানা পুলিশ। নবজাতক শিশুটি সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলা সদরের প্রসাদপুর বাজার মসজিদ ঘাটের অদূরে নদের পাড়ে শিশুটির লাশ দেখতে পান স্থানীয়রা।
স্থানীয়রা জানান, নদের ধারে পড়ে থাকা নবজাতকের লাশ দেখে থানায় সংবাদ দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার করা নবজাতকটির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্ত করা হবে।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.