পাবনার ঈশ্বরদীতে প্রতারণা শিকার হিন্দু সম্প্রদায়ের হতদরিদ্র ৩৬ পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ঈশ্বরদীর নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে প্রতারণা করে হাতিয়ে নেওয়া টাকা অনুদান হিসেবে ওই পরিবারগুলোর মধ্যে বিতরণ করেন।
জানা যায়, উপজেলা সমাজসেবা কার্যালয়ের পরিচয়ে একটি প্রতারক চক্র দুর্গাপূজা উপলক্ষে চাউল , ডাল, চিনি এবং নগদ টাকা অনুদানের কথা বলে হতদরিদ্র ৩৬ পরিবার থেকে মোট ২১ হাজার ৬ শত টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয় । প্রত্যেক পরিবারের কাছ থেকে নেওয়া হয় ৬০০ টাকা । এই প্রতারণার ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
পরবর্তীতে পাবনার জেলা প্রশাসক মো. মফিজুল ইসলামের নির্দেশনায় নবাগত ইউএনও মো. মনিরুজ্জামানের তত্বাবধানে ভুক্তভোগী ৩৬ পরিবারকে ডেকে তাদের খোঁয়া যাওয়া অর্থ মানবিক সাহায্য হিসাবে দেওয়া হয়।
মানবিক সাহায্য পেয়ে আনন্দ প্রকাশ করে ভুক্তভোগীরা বলেন, সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছে প্রশাসন। আমাদের কষ্টে উপার্জিত হারিয়ে যাওয়া টাকা অনুদান হিসাবে দিয়েছেন নতুন ইউএনও। তাই আমরা অনেক খুশি।
এ ব্যাপারে ঈশ্বরদীর নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, “দূর্গাপূজায় অনুদানের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ” এমন শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি জানতে পারি। পরে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ভুক্তভোগী পরিবারগুলোকে ডেকে তাদের খোঁয়া যাওয়া টাকা মানবিক সাহায্য দেওয়া হলো।
এদিকে এ ঘটনায় ঈশ্বরদী থানায় প্রতারণা মামলা দায়ের হয়েছে। প্রতারকদের গ্রেফতারে কাজ করছে প্রশাসনের বিশেষ টিম।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার দাশ বলেন, এ ঘটনায় থানায় একটি প্রতারণা মামলা হয়েছে। প্রতারকদের গ্রেফতারে প্রশাসন যৌথভাবে কাজ করছে।