প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৫, ৮:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৫, ৬:০০ পি.এম
ভোলার তজুমদ্দিনে বজ্রপাতে জেলের মৃত্যু

ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে গভীর রাতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তাহের মাঝি (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। রোববার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চৌমুহনী ঘাট সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহের মাঝি চাঁদপুর ইউনিয়নের বালিয়াকান্দি ২নং ওয়ার্ডের বাসিন্দা এবং ওই গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে। আহতরা হলেন, একই গ্রামের সুমনের ছেলে মো. সিফাত (১৫), মো. রিফাত (১২) এবং স্বপনের ছেলে মো. মারুফ (১১)।
প্রত্যক্ষদর্শী আব্দুল মালেক জানান, প্রতিদিনের মতো রোববার রাতে মেঘনা নদীতে মাছ শিকার করছিলেন তাহের মাঝিসহ অন্যান্যরা। মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাতে আবু তাহের মাঝি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এছাড়া বজ্রপাতের ঘটনায় একই গ্রামের সুমনের ছেলে মো. সিফাত (১৫), মো. রিফাত (১২) এবং স্বপনের ছেলে মো. মারুফ (১১) আহত হন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত হোসেন বলেন, আনুমানিক ৫৫ বছর বয়সী আবু তাহের নামে এক জেলেকে ভোরে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
তজুমদ্দিন থানার ওসি মো. মহব্বত খান জানান, বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।
ক্যাপশন : ভোলার তজুমদ্দিনে বজ্রপাতে নিহত জেলে আবু তাহের মাঝি।
শরীফ হোসাইন
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.