
পাবনার বেড়ায় মসজিদের মাইকে ঘোষনা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষে, অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) পৌর এলাকার বৃশালিখা ও বনগ্রাম সওদাগরপাড়া গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনাটি রাজনৈতিক সংঘর্ষে রুপ নেয় । আওয়ামী লীগ অধ্যূষিত বৃশালিখা গ্রামবাসী জয়বাংলা ও নৌকা নৌকা শ্লোগান দিয়ে বেড়া পৌর বিএনপি’র ১ নং ওয়ার্ড কার্যালয়ে অগ্নি সংযোগ করলে সংঘর্ষটি রাজনৈতিক রুপ ধারণ করে। দুপুর ১টা থেকে প্রায় দুই ঘন্টা ধরে চলা এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান লুট, বেশ কয়েটি বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, বেড়া পৌর-নৌ বন্দরে সওদাগর পাড়ার হাসান নামের এক বিএনপি কর্মীকে চাঁদাবাজির অভিযোগে বৃশালিখা মহল্লার কয়েকজন খুটির সাথে বেঁধে মারপিট করছে, এমন খবর ছড়িয়ে পরলে সওদাগরপাড়া বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে।
এদিকে বৃশালিখা গ্রামের লোকজন মসজিদের মাইকে মাইকিং করে সংগঠিত হয়ে সওদাগরপাড়ায় দুপুর এক টার দিকে হামলা চালায়। হামলাকারীরা নৌকা নৌকা ও জয়বাংলা শ্লোগান দিয়ে বেড়া পৌর বিএনপির ১ নং ওয়ার্ড কার্যালয় ভাংচুর চালিয়ে অগ্নিসংযোগ করেন।
এ খবর ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে অন্যান্য মহল্লার বিএনপি নেতাকর্মীরা একত্রিত হয়ে ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় এলাকায় আতংক ও উৎকন্ঠা বিরাজ করছে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম হাবিবুল ইসলাম ঘটনা সত্যাতা স্বীকার করে বলেন,ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এরাতে সেখানে সেনা ও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
শফিউল আযম বেড়া ( পাবনা) প্রতিবেদক 


















