প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ১২:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৫, ৭:০৭ পি.এম
সৈয়দপুরে বিনামুল্যে চিকিৎসা সেবা পেলেন ৩০০ চক্ষু রোগী
![]()
গাউসুল আজম চক্ষু হাসপাতাল (দিনাজপুর) এর উদ্যোগে এবং সৈয়দপুর আহলে সুন্নাত ওয়াল জামাত এর আঞ্জুমানে গাউসিয়ার অর্থায়নে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন ও চোখের সাধারণ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ২০ সেপ্টেম্বর শনিবার সকাল ৮ টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের বাংলা হাইস্কুল মাঠে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদানের জন্য ক্যাম্পের আয়োজন করা হয়। ওই ক্যাম্পে শহর ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মোট ৩০০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে বাছাইকৃত ১০০ জন অসচ্ছল দরিদ্র ছানি রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করতে দিনাজপুরের গাউসুল আজম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন উন্নত প্রযুক্তিতে কৃত্রিম লেন্স সংযোজনের মাধ্যমে রোগীদের অপারেশন করার পর সকল রোগী সম্পূর্ণ স্বাভাবিক দৃষ্টি ফিরে পাবেন। উন্নতমানের চিকিৎসা সেবা পেয়ে রোগী ও রোগীর অভিভাবক সকলেই গাউসুল আজম চক্ষু হাসপাতাল এবং আহলে সুন্নাত ওয়াল জামাত এর আঞ্জুমানে গাউসিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অপারেশন করার মতো ১০০ রোগীকে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত আঞ্জুমানে গাউসীয়ার সভাপতি আলহাজ্ব নূরউদ্দিন আশরাফি,সাধারন সম্পাদক আলহাজ্ব তছলিম উদ্দিন আশরাফি, পৌর শাখার সভাপতি পাপ্পু বকশি ও সহ-সভাপতি আনোয়ার রেজা আশরাফি সহ অনেকে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দিনাজপুরের গাউসুল আজম হাসপাতালের সহযোগিতায় এবং আঞ্জুমান গাউসিয়ার অর্থায়নে সৈয়দপুর শহর সহ উপজেলার দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে চোখের ছানি অপারেশনের সুযোগ পাচ্ছেন। এছাড়াও দরিদ্র সকল রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। আন্জুমানে গাউসিয়ার সাধারন সম্পাদক আলহাজ্ব তছলিম উদ্দিন বলেন ১৯৯০ সালে শহরের রেলওয়ে মাঠে প্রথম ১০০ চক্ষু রোগীকে বিনা খরচে ছানি অপারেশন করা হয়। ১৯৯০ থেকে আজ পর্যন্ত প্রায় ৫ হাজারেরও বেশি চক্ষু রোগীদের বিনা খরচে চোখের অপারেশন করা হয়েছে এবং আগামীতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানান তিনি।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.