
চুয়াডাঙ্গার জীবন নগর উপজেলার উথলী গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আপন দুই ভাই নিহত হয়েছেন। নিহত দুই ভাই মিন্টা মিয়া (৬০) ও হামজা আলী (৪৫) । নিহত সহদররা উথলী গ্রামের বড় মসজিদ পাড়ার মৃত ক্ষুদে মন্ডলের ছেলে। আজ শনিবার ২০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮ টার দিকে এই মারামারির ঘটনা ঘটে।
স্থানীয়রা ও জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস জানান, মিন্টা ও হামজা দুই ভাই আজ শনিবার সকাল ৮ টার দিকে উথলী গ্রামের ৭২ নং ব্রীজ মাঠে কৃষি কাজ করতে যায়। এসময় প্রতিপক্ষের ৮/১০ জন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে দুই ভাইকে কুপিয়ে জখম করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাদেরতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নেলা ১০টার দিকে প্রথমে হামজা ও পরে সাড়ে ১১টার মিন্টার মৃত্যু হয়। এই ঘটনায় উথলী এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একারণে নতুন করে কোনো অঘটন যেন না ঘটে তাই সেখানে অতরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।