পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের ৩৬ নং নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বন্ধের দিনেও জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। জাতীয় পতাকা উত্তোলনের কিছু নিয়ম রয়েছে। সরকারি ছুটির দিন ব্যাতীত সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অফিস চলাকালীন উত্তোলনের কথা বলা আছে।
অথচ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বন্ধের এই দিনে সকাল থেকে জাতীয় পতাকা উড়তে দেখা গেছে পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ৩৬ নং নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে । হয়তো গতকাল বৃহস্পতিবার স্কুল কর্তৃপক্ষ জাতীয় পতাকা উত্তোলন করে ছুটির সময় পতাকাটি নামানো হয়নি। এটা কি ভুলবশত না ইচ্ছাকৃত জানার বিষয় রয়েছে।
নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েতুল্লাহ বলেন, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর বেলা তিনটার দিকে আমি দাপ্তরিক কাজে উপজেলাতে গিয়েছিলাম। অন্যান্য শিক্ষক এবং দপ্তরি স্কুলে ছিল। স্কুল ছুটির পর দপ্তরির পতাকা নামানোর কথা ছিল। আজকে বন্ধের দিনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। ভুলবশত দপ্তরি পতাকা নামিয়ে ফেলেননি । আমি দপ্তরিকে বলা মাত্র সে আজ শুক্রবার পতাকা নামিয়ে ফেলেছে।
ঈশ্বরদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, বন্ধের দিনে শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের কোন বিধান নেই। বন্ধের দিনে পতাকা উত্তোলন করা যাবে না। নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর স্কুল ছুটির পর জাতীয় পতাকা নামানো হয়নি। বিষয়টি আমি শুনে প্রধান শিক্ষকের সাথে কথা বলেছি। আগামী রবিবার স্কুলে গিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।