
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারের মালামাল ক্রয় ও খাদ্য সরবরাহে অনিয়মের অভিযোগে দূর্নীতি দমন কমিশন দুদকের দিনভর অভিযান। দূর্নীতি ক্ষতিয়ে দেখতে ২০২১ সাল থেকে ২৫ সাল পর্যন্ত বিভিন্ন নথিপত্র ও তথ্য সংগ্রহ করা হয়েছে।
মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর সকাল থেকে বেলা সাড়ে ৫টা পর্যন্ত ঝিনাইদহ দূর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক তরুনকান্তি ঘোষ ৩ সদস্যের একটি টিম নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
বেলা পোনে ছয়টার দিকে দুদকের উপ-পরিচালক তরুনকান্তি ঘোষ জানান, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( ইউ এইচ এফ পি ও) ডাঃ হেলেনা আক্তার নীপার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে তিনি অপারেশন না করে অপারেশন থিয়েটারের মালামাল ক্রয় ও রোগীদের খাদ্য সরবরাহে অনিয়ম দূর্নীতির করে সরকারী অর্থ আত্মসাত করেছেন এই অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্য কমপ্লেক্সে উল্লেখ্যিত বিষয়ের গত ২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিগত ৫ বছরের অপারেশন থিয়েটারের মালামাল ক্রয় ও খাবার সরবরের সকল নথিপত্র ও তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব নথি যাচায় বাছায় শেষে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট দাখিল করবেন বলে জানান।
এদিকে রাত ৭ টার দিকে এবিষয়ে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( ইউ এইচ এফ পি ও) ডাঃ হেলেনা আক্তার নীপা জানান, একি রিপোটের ভিত্তিত্বে দুদকের একটি টিম ২০২১ সাল থেকে ২৫ সাল পর্যন্ত বিভিন্ন তথ্য চেয়েছিল সেগুলো তাদের দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, কারো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন রিপোর্ট করেছে।