
গাজীপুরে সাত দফা দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন ডিপ্লোমা শিক্ষার্থী ও প্রকৌশলীরা। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ এবং ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বিকেলে গাজীপুর রেলস্টেশনের পাশেই অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে রেলপথ অবরোধ করেন তারা।
আন্দোলনকারীরা বলছেন, দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদটি যেন বিদ্যমান কাঠামোতে তাদের জন্যই বরাদ্দ রাখা হয়। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
গাজীপুর চৌরাস্তা এলাকায় সড়কপথ অবরোধ করে এর আগেও বিক্ষোভ করেছিলেন ডিপ্লোমা প্রকৌশলীরা।
গত ২৬ অগাস্ট তিন দফা দাবিতে ঢাকার শাহবাগে পাল্টা কর্মসূচি পালন করেছিলেন বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিএসসি প্রকৌশলীরাও।
মূলত দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলি পদে নিয়োগ নিয়েই বিএসসি ডিগ্রি এবং ডিপ্লোমাধারী প্রকৌশলীদের এই পাল্টাপাল্টি অবস্থান।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা 


















