প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ৫:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১১:০৫ পি.এম
সৈয়দপুরে ৫ দশমিক ৯ এ মৃদু ভূকম্পন অনুভূত

নীলফামারীর সৈয়দপুরসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে ভূমিকম্পটি সৈয়দপুর উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় অনুভূত হয়। এছাড়া কম্পন অনুভূত হয়েছে ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানেও। এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। ভূমিকম্পের ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এটির কেন্দ্র ছিল ভারতের আসামে।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, এ মৃদু ভূকম্পনে বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে লোকজনের মাঝে এসময় আতংক ছড়িয়ে পড়ে।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.