
রাজহধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার বিকেল সোয়া পাঁচটার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, মিয়ানমার, ভূটান ও চীনে অনুভূত হয়েছে বলে ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলো জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল আসামের উদালগুরি জেলায়।
ভূমিকম্প বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন আকতার জানান, ঢাকা থেকে ৩৮০ কিলোমিটার উত্তর পূর্বে ভারতের আসাম রাজ্য ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। আসাম ও অরুণাচল প্রদেশের কাছে ইউরোশিয়া ও ইন্ডিয়ান প্লেটের সংযোগস্থলে ভূমিকম্পটি হয়।
তিনি জানান, বিকেল ৪টা ৪১ মিনিট ৫২ সেকেন্ডে ভূমিকম্পটি ছিল ভুপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের মাত্রা নিয়ে কয়েকটি তথ্য পাওয়া যাচ্ছে। তবে অধ্যাপক আকতার জানিয়েছেন, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯। তবে ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র এটির মাত্রা ৫.৮ আর যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে এটির মাত্রা ৫.৫ বলে জানিয়েছে।
বাংলাদেশে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনূভূত হওয়ার পর অনেকেই আতঙ্কে বাসা ও অফিসের বাইরে নেমে আসে।
আবহওয়া অফিস জানিয়েছে, এ নিয়ে বিস্তারিত তথ্য আর কিছুক্ষণের মধ্যেই তারা জানিয়ে দেবে।