প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ৯:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১২:৩৪ পি.এম
বেড়ায় শান্তিপূর্ণ ভাবে চলছে হরতাল, সড়ক ও নৌপথ অবরোধ

পাবনা-১ সংসদীয় আসন (বেড়া আংশিক-সাঁথিয়া) পূনর্বহালের দাবিতে বেড়ায় আজ রোববার সকাল সন্ধ্যা হরতাল, সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে পালিত হচ্ছে। বেড়া সর্বদলীয় সংগ্রাম কমিটি আহবানে এই কর্মসূচি পালিত হচ্ছে।
গতকাল শনিবার সকাল ১০টায় সান্যালপাড়া পুরাতন চাল মিল অফিস চত্বরে পাবনা-৬৮/১ নির্বাচনী এলাকা পূনবহালের দাবিতে সর্বদলীয় সংগ্রাম কমিটির সভা শেষে কমিটির আহবায়ক আলহাজ্ব মোঃ ফজলুর রহমান ফকির রোববার সকাল-সন্ধা হরতাল সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষনা করেন।
পাবনা১ সংসদীয় আসন পূনবহালের দাবিতে আজ রোববার ভোরে বেড়া পৌরসভা ও চার ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে সিআ্যান্ডবি গোলচত্বরে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করছে। পাবনা-১ সংসদীয় আসন পূনবহারের দাবিতে তারা পাবনা-ঢাকা, পাবনা-বগুড়া মহাসড়কে দু'পাশে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে। মহাসড়কের উভয় শত শত যানবাহন আটকা পড়েছে। নারী-শিশু ও বৃদ্ধ যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। শত শত মানুষ পায়ে হেঁটে গন্তব্যে পৌছাছে।
এদিকে বেড়া উপজেলার পেঁচাকোলা নামকস্থানে নৌপথ অবরোধ করায় জ্বালানী তেল ও বিভিন্ন পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে। হরতালে দোকান-পাট, রিক্সাভ্যন ও মোটরবাইক চলাচল বন্ধ রয়েছে। এ্যাম্বুলেন্স, ওষুধের দোকানসহ জরুরী সেবা প্রতিষ্ঠান হরতালের আওতামুক্ত রয়েছে বলে সর্বদলীয় সংগ্রাম কমিটি জানিয়েছে।
পাবনা-১ সংসদীয় আসন পূনবহাল সর্বদলীয় সংগ্রাম কমিটির সদস্য মঈন উদ্দিন খাজা বলেন, নির্বাচন কমিশন একটি দলের হয়ে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসন বিভাজন করেছে। এতে ভৌগলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বানিজ্যর বিষয়টি বিবেচনা করা হয়নি। তিনি অবিলম্বে পাবনা-১ সংসদীয় আসন পূনবহালের দাবি জানিয়ে বলেন, অন্যথায় লাগাতর হরতাল, সড়কপথ ও নৌপথ অবরোধের কর্মসূচি ঘোষনা করা হবে।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.