
চুয়াডাঙ্গায় পুলিশ সুপার হিসেবে গৌতম কুমার বিশ^াসকে পদায়নের আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ রোববার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ‘চুয়াডাঙ্গাবাসী ব্যানারে’ এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
এসময় চুয়াডাঙ্গা আমার বাংলাদেশ (এবি) পার্টি’র সভাপতি আলমগীর হোসেন বক্তব্য রাখেন। মানববন্ধনে তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ট ও জুলাই আন্দোলনের বিরোধীকারী গৌতম কুমার বিশ^াস । তাকে কোনভাবেই পুলিশ সুপার হিসেবে চুয়াডাঙ্গাবাসী মেনে নেবে না। তাই অবিলম্বে গৌতম কুমার বিশ^াসের নিয়োগ বাতিল করে নিরপেক্ষ সৎ ও নিরপেক্ষ পুলিশ সুপারকে চুয়াডাঙ্গায় নিয়োগের দাবি করা হয়েছে।
এসময় তিনি আরো বলেন, মানববন্ধননে এনসিপি’র জেলা যুগ্ম-আহবায়ক ছমির হোসেন , জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মফিজ জোয়ার্দ্দার, বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতৃবৃন্দ এবং চুয়াাডাঙ্গাবাসী অংশগ্রহন করেছে।
উল্লেখ্য, ঢাকা মহানগর (ডিএমপি) ’র উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ^াসকে গত ১১ সেপ্টেম্বর স্বরাষ্ট মন্ত্রণালয়ের বিভাগের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে নিয়োগ প্রদান করেন। একই প্রজ্ঞাপনে বর্তমান পুলিশ সুপার গোলাম মওলাকে বদলী কওে সদর দপ্তরে সহকারী মহাপরিদর্শক (এআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক.চুয়াডাঙ্গা 


















