প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ১১:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৭:০৯ পি.এম
পাবনার বেড়ায় সকাল-সন্ধা হরতাল, সড়ক ও নৌপথ অবরোধের ঘোষনা

পাবনা-৬৮/১ (বেড়া আংশিক-সাঁথিয়া) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় আগামীকাল রোববার সকাল সন্ধ্যা হরতাল, সড়ক ও নৌপথ অবরোধের ঘোষনা দিয়েছে বেড়া সর্বদলীয় সংগ্রাম কমিটি।
আজ শনিবার সকাল ১০টায় সান্যালপাড়া পুরাতন চাল মিল অফিস চত্বরে আলহাজ্ব ফজলুর রহমান ফকিরের সভাপতিত্বে পাবনা-৬৮/১ নির্বাচনী এলাকা পূনবহালের দাবিতে সর্বদলীয় সংগ্রাম কমিটির সভা সকাল-সন্ধা হরতাল, সড়ক ও নৌপথ অবরোধের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আকছেদ আলী, সাবেক সহ সভাপতি সাজেদুল ইসলাম দিপু, বানিক সমিতির প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম, বৃশালিখা গ্রোথ সেন্টর সভাপতি হাজী ইকবাল, রিক্সাভ্যন সমিতির সধারণ সম্পাদক, মঈন উদ্দিন খাজা, সিআ্যান্ডবি চতুহাট বানিক সমিতির সাধারন সম্পাদক শাহীন মোল্লা, নাকালিয়া বনিক সমিতির সভাপতি চাঁদ প্রামানিক, বেড়া পৌর শ্রমিকের দলের সভাপতি জাকির হোসেন জাহিদসহ বেড়া উপজেলার চারটি ইউনিয়নের বিভিন্ন সংগঠণের প্রতিনিধি।
সভা শেষে সংগ্রাম কমিটির আহবায়ক আলহাজ্ব মোঃ ফজলুর রহমান ফকির সকাল-সন্ধা হরতালে দোকান-পাট বন্ধ, সড়ক ও নৌপথ অবরোধের ঘোষনা দেয়া হয়। জরুরী সেবা হরতালের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.