
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন সাবেক দুই সেনা কর্মকর্তা। তারা হলেন মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ, যিনি কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ছিলেন, এবং মেজর (অব.) মো. সালাউদ্দিন, যিনি কেন্দ্রীয় সদস্য ছিলেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি জানান তারা।
অনেক রকম বিষয়ের মধ্যে মূল বিষয় হিসেবে আবদুল্লাহ আল মাহমুদ উল্লেখ করেন যে সেনাবাহিনী, প্রাক্তন ও বর্তমান সেনাসদস্যদের নিয়ে শীর্ষ নেতৃত্বের ‘অবমাননাকর বক্তব্য’।
এনিয়ে শীর্ষ পর্যায়ে কথা বলতে চেয়েও পারেননি দাবি করে তারা বলেন, সেনাসদস্যদের নিয়ে “তাদের যে বিদ্বেষমূলক আচরণ সেটা আমাদেরকে সবসময় মনঃক্ষুণ্ণ করেছে।”
বিষয়গুলো পুরানো হলেও সমাধান না হওয়ায় এবং দলে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ না থাকায় পদত্যাগ করেছেন বলছেন মি. মাহমুদ।
নিজস্ব প্রতিবেদক 





















