প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ৩:২০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৫, ৮:১২ এ.এম
সৈয়দপুরে মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে সৈয়দপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) শহরের শহীদ ডাক্তার জিকরুল হক সড়কের সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয় থেকে আনন্দ র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফাইভ স্টার মাঠে গিয়ে শেষ হয়। পরে সৈয়দপুর ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের সভাপতি রওনক জাহান রিনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রূপা সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার । এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সিনিয়র সভাপতি, জেলা বিএনপি বিলকিস ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির অন্যতম সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী, সহ সভাপতি জিয়াউল হক জিয়া ,সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন প্রামানিক , যুগ্ম-সাধারণ সম্পাদক, মোঃ এরশাদ হোসেন পাপ্পু প্রমুখ। এছাড়াও সৈয়দপুর রাজনৈতিক জেলা-উপজেলা ও পৌর মহিলা দলে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.