
পাবনার সাঁথিয়া পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানার বিরুদ্ধে মিথ্যা বানেয়াট অভিযোগ ও ষড়যন্ত্রমূলক স্মারকলিপী দেয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছেন পৌরসভার সর্বস্তরের জনগণ। মঙ্গলবার বিকেলে সাঁথিয়া পৌরসভার ব্যানারে পৌরসভার প্রধান ফটকের সামনে এ প্রতিবাদ জানান তারা।
এ সময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা প্রতিবাদী নারী-পুরুষেরা পৌর প্রশাসকের ভূয়সী প্রসশংসা করে বলেন, কিছু স্বার্থান্বেষী জনগণ পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানার বিরুদ্ধে মিথ্যা বানেয়াট অভিযোগ ও ষড়যন্ত্রমূলক প্রপাগান্ডা ছড়াচ্ছে। আমরা এই সাদিয়া ম্যাডামের বিরুদ্ধে: আনীত সকল মিথ্যা বানোয়াট অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় বক্তব্য দেন পিপুলিয়া গ্রামের মাজেদা, খালেক প্রমূখ।
জানা গেছে, আজ মঙ্গলবার ( ০৯ সেপ্টেম্বর)সকালে পাবনার সাঁথিয়ায় উপজেলা পরিষদের সামনের সড়কে নানা অনিয়মের অভিযোগে পৌর প্রশাসক/এসিল্যান্ড সাদিয়া সুলতানার অপসারণ দাবী করে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসীর ব্যানারে।
এ খবর সামাজিকমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে মঙ্গলবার বিকেলে পৌরসভার প্রধান ফটকের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে এ প্রতিবাদ জানান তারা।
সাঁথিয়া (পাবনা) প্রতিবেদক 


















