প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ৩:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৫, ১১:৫৯ পি.এম
রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাহিদ গ্রেফতার

বিস্ফোরক মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ ছাত্রলীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আবু সালেহ নাহিদ নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রোববার সন্ধ্যায় রংপুর নগরীর খামার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ।
গ্রেফতার ওই ছাত্রলীগ নেতা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার পান্থাপাড়া এলাকার আবু তালেবের ছেলে।
তার নামে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় ১৪৩/১৪৭ /৩২৩/৩২৪/ ৩২৬/৩০৭/১১৪/৩৪ ধারায় বিষ্ফোরক দ্রব্যাদি আইনে মামলা রয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদী হয়ে গত ৭ ই মে ২০২৫ তারিখে মামলা করেন। সেই মামলায় এজাহার নামীয় ৩৫ নম্বর আসামী আবু সালেহ নাহিদ।
Copyright © 2025 দৈনিক বার্তা. All rights reserved.