
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিলের পানিতে গোসল করতে গিয়ে নিঝুম আক্তার (৬) ও চাঁদনী আক্তার (৮) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর মরিচাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নিঝুম ওই গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে। চাঁদনী শান্তিপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে হলেও দীর্ঘদিন ধরে নানুর বাড়ি চর মরিচাকান্দিতে থাকত। তারা দুজনই মামাতো–ফুফাতো বোন এবং স্থানীয় মেঘনা কিন্ডার গার্ডেন অ্যান্ড হাই স্কুলের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিলেন।
স্থানীয়রা জানান, স্কুল থেকে ফেরার পর দুই শিশু বিলের পানিতে গোসল করতে নামে। কিন্তু সাঁতার না জানায় গভীর পানিতে ডুবে যায়। পরে এক নারী গোসল করতে গিয়ে তাদের শরীরের সঙ্গে ধাক্কা খেলে বিষয়টি টের পান। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি হাসান জামিল খান বলেন, ‘এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক 



















