পাবনায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো ভাইদের সংঘর্ষে টেটা বিদ্ধ হয়ে আবু বকর মন্ডল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১০ জন, যার মধ্যে আব্দুল আজিজ মন্ডলের অবস্থা আশঙ্কাজনক। শনিবার রাত সাড়ে ৯টার দিকে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়ার চকপাড়া গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আবু বকর মন্ডল একই গ্রামের লবু মন্ডলের ছেলে। তিনি জীবিকা নির্বাহ করতেন একটি ইটভাটায় শ্রমিক হিসেবে।
গুরুতর আহত আব্দুল আজিজ মন্ডল, কবির মন্ডল ওরফে কবু মন্ডলের ছেলে এবং পেশায় তিনিও ইটভাটার শ্রমিক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা ধারাল অস্ত্র, টেটা ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষে আবু বকর ও আব্দুল আজিজ টেটা বিদ্ধ হন এবং আরও অন্তত ১০ জন আহত হন।
আহতদের উদ্ধার করে প্রথমে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু বকরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আজিজকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আবু বকরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ১১টা পর্যন্ত অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন— আপন চাচাতো ভাইদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। নিহতের লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।