
বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, আগামী নির্বাচনে মানুষ বুঝিয়ে দিবে জামায়াত শিবিরের আস্তানা বাংলাদেশে রবে না। তিনি জামায়াতকে উদ্দেশ্য করে আরও বলেন, এতদিন বিএনপি’র পেটের মধ্যে ছিলেন তাই কেউ কিছু বলে নাই। ৯১ সালে ১৮টি আসন পেয়েছিলেন শুধু বিএনপি’র সাথে ছিলেন বলে। ৯৬সালে বিএনপি’র পেট থেকে বের হয়ে আ’লীগের সাথে আন্দোলন করে মাত্র ২টা আসন পেয়েছিলেন। রোববার বিকেলে সরকারী কলেজ মাঠে উপজেলা বিএনপির আয়োজনে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধা্ন অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় অপর এ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি’র বিরুদ্ধে বলা হয় বিএনপি টেন্ডারবাজী করে টেম্পু স্ট্যান্ড দখল করে। ১০ টাকা বিশ টাকা করে যত টাকা না হবে তার চেয়ে শত শত গুন বেশী টাকা আপনারা লুট করে নিয়েছেন। তিনি বলেন, বিএনপি’র দিকে আঙ্গুল তুলেন ? ইসলামী ব্যাংক কি আপনাদের ব্যাংক ? রাতারাতি ব্যাংকগুলো দখল করে নিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিলেন। তিনি বলেন, আপনারা কি ভেবেছেন ? নির্বাচন পিছিয়ে দিতে চান ? কারণ নির্বাচন পিছালে বিএনপি’র বদনাম হবে আর আপনারা দল গোছাবেন। এই কথা চিন্তা করবেন না। যতদিন যাবে অশান্ত বিএনপি শান্ত হবে। তারেক রহমানের নির্দেশ মানতে বাধ্য হবে নেতা কর্মীরা। দিন যত যাবে তত দিন স্লোগান কি হবে তুমিও জান আমিও জানি জামায়াত শিবির পাকিস্তানী।
উপজেলা বিএনপি’র আহবায়ক খায়রুন নাহার খানমের সভাপতিত্বে ও সদস্য সচিব সালাহউদ্দিন খানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ, জেলা বিএনপি নেতা ফজলুল হক খান মন্টু, সাংবাদিক নেতা এমএ আজিজ, পৌর বিএনপি সদস্য সচিব সরিাজুল ইসলাম সিরাজ, যুবদল নেতা মাসুদুর রহমান মাসুদ,বিআরডিবির চেয়ারম্যান জাহিদুজ্জামান রিপন্ প্রমূখ।
পাবনা প্রতিবেদক 


















