
নীলফামারীর সৈয়দপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল স্বাগত র্যালী বের করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বেলা ১২টা পর্যন্ত ২ ঘন্টা ব্যাপী শহরের জিআরপি চত্বর হতে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আহলে সুন্নাত ওয়াল জামাত সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখা এ স্বাগত র্যালীর আয়োজন করে। এই র্যালীতে শহরের বিভিন্ন মসজিদ, খানকাহ, মাদ্রাসা ও মহল্লার শত শত ধর্মপ্রাণ সহ বিভিন্ন ধর্মীয় সামাজিক সংগঠনের সদস্যরা অংশ গ্রহন করেন। এসময় ‘নুর নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী’, ‘নারায়ে রিসালত-ইয়া রাসুলাল্লাহ’ শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
পরে জিআরপি চত্বরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা, সালাতো সালাম ও দোয়া অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ আলী মিসবাহী। খালিদ আযমের সঞ্চালনায়, বক্তব্য রাখেন,ভারত থেকে আগত আহলে সুন্নাত ওয়াল জামাতের মাওলানা ফাইজান, মাওলানা মঈসুল ইসলাম আল কাদেরী, হাফেজ মাওলানা রিদওয়ান আল কাদেরী, মেরাজ রাসুল, রিদওয়ান আশরাফী, সৈয়্যদ পাপ্পু বাকশি, খলিফা ইসলাম, নাদিম আশরাফী, আসিফ আশরাফী, মাওলানা শাহজাদা আশরাফী, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গফুর সরকার, সাধারন সম্পাদক সাহিন আকতার সাহিন, আলহাজ্ব শওকত চৌধুরী প্রমুখ। এছাড়া বিভিন্ন খানকাহ দরবার ও আহলে সুন্নাতের অন্যান্য ব্যক্তিগণ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, পবিত্র ঈদ মিলাদুন্নবী শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বের মুসলমানদের হৃদয়ে লালিত এক পবিত্র দিবস। পৃথিবীর সবচেয় বড় আনন্দ র্যালি আমাদের বাংলাদেশেই হয়। এরপর বিশাল র্যালী হয় সৈয়দপুরে। এটি আমাদের অন্যতম পবিত্র সংস্কৃতি।
বক্তারা আরও বলেন, আমরা এই র্যালী থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই ঈদ মিলাদুন্নবী (সা:) নিয়ে কোন ষড়যন্ত্র আমরা বরদাশত করবো না। প্রয়োজনে রাস্তায় নেমে জীবন দিবে মানুষ কিন্তু ঈদে মিলাদুন্নবী নিয়ে কোন ষড়যন্ত্র হতে দেওয়া হবে না। কারন সৈয়দপুর হলো রাসুল প্রেমির শহর।
পরে সালাতো সালাম ও মোনাজাতের দেশবাসী ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি ঘটে বেলা ১টায়।
সৈয়দপুর প্রতিবেদক 


















