
৬৮ পাবনা-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাবেক সাঁথিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ভিপি শামসুর রহমান বলেছেন, দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ। তিনি বলেন, সমস্ত অপশক্তির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। আমরা তারুণ্যের প্রতিক তারেক রহমানের নেতৃত্বে আগামীতে সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। তাঁর নেতৃত্বে এই সকল অপশক্তিকে রুখে দিব। তিনি বলেন জনগণ যার মনোনয়ন তাঁর । আগামী যাকেই ধানের শীষ দিবে তার জন্য কাজ করারও আহবান জানান এই নেতা। তিনি বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে অবিচল থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)। বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী র্যালী শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এস কথf বলেন।
তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে দৃশ্যমান ও অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। বিভিন্নভাবে আগামী জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে। বিএনপির তৃনমুলের ত্যাগী কর্মীদের নিয়ে সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। এখন আর বসে থাকার সময় নেই। দিন কিন্তু ফুরিয়ে আসছে।
জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, তৎকালীন সময়ে অনেকে পালিয়ে ভারতে গেলেও আমাদের নেতা জিয়াউর রহমান দেশেই ছিলেন। শহীদ জিয়াই সংবিধানে বিসমিল্লাহ লিখেছেন। একটি দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল। কৃষি ও গার্মেন্টস সেক্টরকে তিনি উন্নত করেছিলেন। আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। তার নীতি, সততা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাব।’
সাঁথিয়া উপজেলাবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আজকে আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়েছি। চিরদিন এটা মনে রাখব। আজকে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার জনতা প্রমাণ করে আগামীতে এখানে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। যদি দল আমাকে মনোনয়ন দেয় তাহলে বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদে অবহেলিত এসব অঞ্চলের খেটে খাওয়া মানুষের দুর্দশার কথা তুলে ধরা হবে। অনুন্নত এসব এলাকাকে রোল মডেলে পরিনত করা হবে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে সরকারি ডিগ্রি কলেজ মাঠে জমায়েত হয়। সেখানে প্রায় হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি যেন জনসমুদ্রে পরিণত হয়ে যায়। সর্বকালের সর্ববৃহৎ বর্ণাঢ্য র্যালীটি শুরু হয় কলেজ মাঠ থেকে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার সামনের সড়কে এক সংক্ষিপ্ত সমাবেশে হয়।
এতে উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, মহিলা দল, কৃষক দল, মৎস্যজীবী দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

র্যালি শেষে সরকারি কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাঁথিয়া পৌর বিএনপির যুগ্ন আহবায়ক সাইফুল ইসলামের পরিচালনায় ও সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি কাজী রাফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ফজলুল বারী সান্টু, সাবেক সহসাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা বিএনপি নেতা ফজলুল হক, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট মনোয়ার জাহিদ, করমজা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন আর রশিদ মজনু প্রমুখ।
সভায় বক্তারা আরও বলেন, ‘বিএনপি এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধরে রেখে দলকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।’
নিজস্ব প্রতিবেদক, পাবনা। 


















